How to get BMET Smart Card (Bangla)

How to get BMET Smart Card (Bangla)

This process is for Engineer/Doctor/Graduate People, who are generally manage their work permit and visa by themselves.

বিমানবন্দরে ইমিগ্রেশন পার করতে skilled people দের নতুন এক ভোগান্তিতে পরতে হচ্ছে, সেই ভোগান্তির নাম BMET card। এটা মূলত unskilled people দের বিদেশ যাত্রার আগে, তাদের কিছু ট্রেনিং এর মাধ্যমে, বেসিক কিছু জিনিস শিখানো হয়, তারপর তাদের একটা কার্ড প্রদান করা হয়, যেটার মাধ্যমে জনশক্তি অধিদপ্তর এটা নিশ্চিত করার চেষ্টা করে যে, শ্রমিক হিসেবে যে যাচ্ছে সে জনশক্তি হিসেবে মোটামুটি ফিট। (অন্য আরও কারণ আছে, তা এখানে অপ্রাসঙ্গিক)

পূর্বে skilled people দের ইমিগ্রেশন এই কার্ড নিয়ে তেমন প্যাচাত না। কিন্তু বর্তমানে তাদের বেশ ভোগান্তিতে পরতে হচ্ছে, যদিও যেতে দিচ্ছে, কিন্তু ফ্লাইটের আগে ৩-৪ ঘণ্টা এই ডেস্ক থেকে ওই ডেস্কে ঘুরতে হচ্ছে।

এর বাহিরে ফ্যামিলি নিয়ে যাবার সময়, তাদের NOC এর জন্য ইমিগ্রেশন আটকে দেয়, এবং এক ডেস্ক থেকে অন্য ডেস্কে পাঠাতে থাকে।

যাই হোক, আমাদের সিস্টেম বাজে, তাই কিছু করার নাই, বিমানবন্দরে মূল্যবান ৪ ঘণ্টা নষ্ট করার চেয়ে, একটু কষ্ট করে এই কার্ড করে ফেলাই ভালো। (যারা PhD program, কিংবা শিক্ষকতা করতে যাচ্ছেন, এখন তাদেরও হয়রানি করা শুরু করতেছে)


কিভাবে করবেন এই কার্ড?

Skilled people এবং যারা নিজেরা নিজেদের work permit, visa জোগাড় করেছেন, তারা One-Stop Service এর মাধ্যমে এই কার্ড ৩-৪ ঘণ্টা বা ১ দিনের ভিতরে করিয়ে ফেলতে পারেন, কোন রকম দালাল না ধরেই। এর জন্য আপনাকে চলে যেতে হবে ঢাকার কাকরাইলের BMET এর কার্যালয়ে। কিন্তু তার আগে কিছু জিনিস আপনাকে করে নিয়ে যেতে হবে। তা না হলে আপনাকে ঘুরাতে ঘুরাতে হয়রান করে ফেলবে।

মোট ১৫ টি ডকুমেন্ট আপনাকে BMET এর কাকরাইল অফিসের পিছনের বিল্ডিং এর ৩ তলায় নিয়ে যেতে হবে One-Stop Service ডেস্কে। নিচের ছবিতে সকল ডকুমেন্টের নাম পাবেন। আর সেগুলোর পরিচয় আমি একটা একটা করে নিচে দিয়ে দিচ্ছি-

১৫ টি ডকুমেন্ট লাগবে কার্ড করতে

১ । এর ক, খ, গ

এই তিনটি একসাথে থাকবে, এটা আপনি পূরণ করবেন। আমি যে ক্রমে দিচ্ছি, সে ক্রমে, এর বাহিরে হলে এরা প্যাচাবে। এখানে সব তথ্য পূরণ করতে হবে না। আপনার সাথে যেগুলো যায়, সেগুলো পূরণ করবেন।

পাতা ১ উপরের দিক
পাতা ১, উল্টো দিক
পাতা ২ এর উপরের দিক
পাতা ২ এর পিছনের দিক
পাতা ৩
পাতা ৪
পাতা ৫

মনে রাখবেন, ছবির নিচে যেভাবে পেজের ক্রম দিয়েছি, সেভাবে প্রিন্ট করবেন।

২, ৩

খুবই নরমাল, তাই কিছু বললাম না। ছবির পিছে নিজের নাম লেখে নিবেন। মনে রাখবেন, পাসপোর্ট অবশ্যই নিতে হবে সাথে

আপনার ভিসা যদি আগের পাসপোর্ট এ স্ট্যাম্প করা থাকে, তাহলে তার ২ কপি ফটোকপি করে নিতে হবে ।

আপনার e-visa হলে কপাল খারাপ। এনারা e-visa কে সত্য বলে বিশ্বাস করবে না কোন ভাবেই।

তাই আপনাকে ভিসা প্রদান করা দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাসকে বলতে হবে আপনার ভিসা Attested করে দিতে। দূতাবাস Attested করে সেই ছবি BMET এর সাইটে আপলোড করে দেয়, এবং একটা কপি আপনাকেও ইমেইল করবে । আপনি সেটা প্রিন্ট করে নিয়ে যাবেন। যাদের e-visa নাই, তাদের এই ধাপ লাগবে না।

যে দেশেই হোক, আপনি contact paper, agreement paper, job description, offer letter এগুলো প্রিন্ট করায়ে নিয়ে যাবেন। এনারা যে কোনটা দেখতে চাইতে পারে, আবার সেগুলো সংযুক্ত করতে বলতে পারেন।

bsc, bcom, bba, msc, mba, phd… + hsc, ssc এই সার্টিফিকেট এর Attested ফটোকপি রাখবেন। সাথে অবশ্যই মূল সার্টিফিকেটও রাখবেন।

যদি থাকে দিয়েন। এটার দরকার নাই।

NID Attested ফটোকপি, সাথে মূল NID অবশ্যই রাখবেন।

১০

প্রবাসী কল্যাণ ব্যাংকে ইহা জমা দিতে হইবে দুইটি ফর্মে। নিচের ফর্মে, প্রিন্ট করায়ে নিয়ে যেতে পারেন । অবশ্যই যে address এর জায়গায় passport number টি দিয়ে দিবেন। টাকা দেয়ার নিয়ম ব্যাংকে গেলেই ওদের দেয়ালে দেখতে পাবেন। এই ব্যাংকে অবশ্যই ৩ টার আগে যেতে হবে। এই কাজ আগেই করে রাখতে পারেন, প্যারালালই, এরা আপানার পাসপোর্ট একবার দেখতে চাবে, দিয়েন।

আপনার কাগজে one stop সিল না থাকলে এরা টাকা জমা নিতে পেইন দিতে পারে, আপনি বলতে পারেন, আমার টাকা আমি জলে দিব, কোন সমস্যা। বলে টাকাটা আগেই জমা দিবেন।

১১

আপনি দেশ থেকে সব বুঝে যাচ্ছেন, কিছু হলে সরকারের কোন দায় নেই, এই মর্মে একটা অঙ্গীকার করতে হবে ১০০ টাকার তিন পারার ষ্ট্যাম্প পেপারে। এইটা আগেই লিখায়ে নোটারী করায়ে রাখবেন।

পাতা ১
পাতা ২
পাতা ৩

১২

মেয়েদের ক্ষেত্রে অভিভাবক/পিতা/ স্বামীর অনাপত্তি পত্র লাগবে।

১৩

ফিঙ্গার আর ছবি। এই ধাপ প্যারার ধাপ। এইটা আপনার নিজ নিজ জেলায় অথবা বিভাগে সারতে হবে, আপনার নিজ নিজ পাসপোর্ট এর স্থায়ি ঠিকানা অনুসারে।

ঢাকায় বিরাট লম্বা লাইন হয়, আপনি one stop service বললে, আপনার টা দ্রুত করে দিবে। কিন্তু এর জন্য one stop এর সিল লাগবে, এটা একটা সারকুলার ডিপেন্ডেন্সি। তাই, সকাল সকাল কাকরাইল এর BMET এর office থেকে এই সিল মেরে আনা ভালো, না হলে ছবি তুলতে ৫-৬ ঘণ্টা লেগে যাবে। অনেক অনেক ভিড় থাকে।

ছবি তোলার জন্য একটা ফর্ম আছে, ওটা পূরণ করতে হবে, এর পর ব্যাঙ্কে ৩০০ টাকা জমা দিতে হবে, এরপর ছবি তুলতে পারবেনকিন্তু এইটা আপনি অন্য ভাবে Ami Probasi Android App দিয়ে করতে পারেন।

এর জন্য ৩-৪ দিন আগে, আপনি Ami Probasi Android App নামিয়ে ইন্সটল করবেন। এরপর সব তথ্য দিবেন। ওরা ২-৩ দিন সময় নিবে পাসপোর্ট ভ্যারিফাই করতে। ভ্যারিফাই হয়ে গেলে, বিকাশ দিয়ে ৩০০ টাকা পে করে দিলে, ওরা আপনাকে BMET এর একটা registration number প্রদান করবে। ব্যাস, আপনার একবার ব্যাঙ্কে যাওয়া কমে গেল।

registration হয়ে গেলে, এই লিঙ্কে http://www.old.bmet.gov.bd/BMET/generalreports গিয়ে, passport নম্বর দিলে, আপনার সব তথ্য (ভুল ভাল তথ্য) ওখানে দেখাবে, সেটা প্রিন্ট দিয়ে সাথে করে নিয়ে যেতে হবে, ফিঙ্গার আর ছবি তুলতে যাবার সময়।

সব কাজ হলে, ওরা আপনাকে একটা success page দিবে, সেটাই ১৩ নম্বর ধাপের success কপি।

১৪

এইটা আপনার ইচ্ছার উপর, মানে যা যা লাগতে পারে, আরকি।

১৫

সোনালি ব্যাঙ্কে যান, তারপর ৪০০ টাকা দিয়ে আসেন, নিচের পেজের মতন, সেটা ২ টা ফটোকপি করে নেন। এই ধাপও আগে সেরে রাখতে পারেন।

কোড নম্বর, দেখেন steps এর ছবিতে লেখা আছে।


ব্যাস এসব সব এক সাথে করে জমা দেন, one stop এর ডেস্কে পাসপোর্ট সহ। এরপর ঘুরঘুর করতে থাকেন। আপনার পাসপোর্ট এর উপর নজর রাখেন, ওই অফিসে এত দালাল যে পাসপোর্ট দেয়ার পর ভয় লাগে

যাই হোক, এরপর ডেস্কের আপু ওনার সুবিধা মত সময়ে, সব সাইন করায়ে এনে, আপনাকে পাসপোর্ট ফেরত দিয়ে দিবেন (কেউ কিছু চাইলে অল্প কিছু দিয়েন, না হলে সময় নষ্ট হতে পারে)।

তার কিছু সময় পর আপনার কার্ড হাতে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ্‌।

কাঙ্খিত কার্ড

ফ্যামিলি মেম্বারদের NOC কিভাবে করাবেন?

১। যে যাবে তার স্ট্যাম্প ভিসা হটা, সেটার ফটোকপি।

২। আর e-visa হলে আগের ৫ নম্বর ধাপের মতন।

৩। পাসপোর্ট

৪। NID

৫। যে যাবে, সে নিজে যাবে / অথবা এজেন্সি (অন্য কেউ গেলে প্যাচাবে)

৬। আর নিচের ফর্ম টা পূরণ করে নিয়ে যেতে হবে

৭। স্বামী স্ত্রী হলে নিকাহনামা, বাচ্চা হলে বার্থ সার্টিফিকেট, মা বাবা হলে তাদের NID

এই ফর্মে এনারা কিছু সই দিয়ে দেবেন। আর আপনি পেয়ে যাবেন, তাবত দুনিয়ার সবচেয়ে অপ্রয়োজনীয় একটা NOC.

বিদায়, আজ এ পর্যন্ত। আশা করি, অনেক হ্যারাস থেকে বেঁচে যাবেন।

বিশেষ ধনবাদঃ তানভীর হাসান অনিক কে, তার বর্ণনার উপর নির্ভর করে, আমার কার্ড করতে পেরেছিলাম ১০ ঘণ্টা সময় নিয়ে।

80
4.6 16 votes
Article Rating
Subscribe
Notify of
guest
16 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ismail
Ismail
October 30, 2021 6:04 am

JazakAllah for your excellent complete instructions. This is very helpful.

Hasib
Hasib
November 4, 2021 6:11 am

Thank you for explaining in detail!
Is it required for persons already working on H1B visa in USA?

hasan
hasan
June 17, 2023 12:56 am
Reply to  Md. Kawser

ভাইয়া… বহির্গমণ এর ছাড়পত্র কোথায় পাওয়া যাবে। লিংক শেয়ার করলে উপকৃত হতাম।

Shafiqul Islam
Shafiqul Islam
December 30, 2021 9:35 pm

I registered to BMET through “AmProbashi” app. What should be next step to get the Smart Card?

Shovon
Shovon
January 21, 2022 10:01 pm

Great document. But I have found some changes here – “যাই হোক, এরপর ডেস্কের আপু ওনার সুবিধা মত সময়ে, সব সাইন করায়ে এনে, আপনাকে পাসপোর্ট ফেরত দিয়ে দিবেকেউ কিছু চাইলে অল্প কিছু দিয়েন, না হলে সময় নষ্ট হতে পারে” — Now Apu takes everyone to all the desks and desk officers interviews and ask questions to each. We had to go to 3 officers desks and last one was Joint Secretary. They made us feel like stupids. These people have no idea about visas for highly skilled professionals.

Hanzalah
Hanzalah
January 24, 2022 10:04 pm

Thank you for taking the trouble of explaining in details. Is it required for Singapore IPA holders? they don’t give visa/e-visa in passport

Shamim
Shamim
July 26, 2022 11:59 am

Thank you so much for your sharing this valuable info. I am planning to go there tomorrow.

Md Raihan Ahmed
November 24, 2022 7:37 pm

Zazakalllah for the excellent and very much helpful article.

Muktadir
Muktadir
December 20, 2022 7:27 pm

Really great information but full of unskilled and unprofessional people set there.

Sazzad
Sazzad
April 13, 2023 10:41 am

Thank you for this post. I have got open work permit in Canada based on my spouse’s study permit. Currently I don’t have any job offer or anything else at all. Do I still need this card ? Any idea ?

Bipasha
Bipasha
June 30, 2023 10:06 pm

Can anyone share The One Stop form and NOC format for females from the guardian?

Anik Chowdhury
Anik Chowdhury
July 25, 2023 2:48 pm

জাপানে ডিপেডেন্ট ভিসায় হাসব্যান্ড এর সাথে যাওয়ার ক্ষেত্রে Wife এর কি NOC লাগবে?

16
0
Would love your thoughts, please comment.x
()
x